আলফাডাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হোন মোটরসাইকেল চোর সোহেল। শনিবার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের মেইনগেটের অপজিটে আবু হাসান মিয়ার বাড়ির সামনে থেকে পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ফলিয়া গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে থেকে জনতার হাতে আটক হয় মোটরসাইকেল চোর।
পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চোরকে উদ্ধার করে। মোটরসাইকেল চোরের বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে। মোটরসাইকেল চোরকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে আরও দু জনের সম্পৃক্ততা রয়েছে বলে জানান। তারা হলেন মেহেদী হাসান ওরফে আব্দুল্লাহ, ও মনিরুজ্জামান মনির। এ দুই জনের মধ্যে রায়পুর গ্রামে বাসিন্দা মেহেদী হাসান আব্দুল্লাহ এর আগেও গত বছরের ১৫ জুন ফেনসিডিল সহ আটক হয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতির পদ হারান।
এর পর আবার তিনি চলতি বছরের ১৯ মার্চ কামারগ্রাম একটি ভাড়া বাসায় একজনকে আটকে রাখলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে ফিফটি ফোরে আদালতে চালান করেন। এ নিয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোর একজনকে আটক করা হয়। পরে তার জবান বন্দি নিয়ে আরও দুইটা মোটরসাইকেল উদ্ধার করা হয়, এবং আরও ২জনকে আটক করেন পুলিশ। তবে একজন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাকি দু জনকে জিজ্ঞাসা বাদের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply