সবুজ দাস, ফরিদপুর : ”শিক্ষা শান্তি প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ঈশান ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (২ ফেব্রæয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শান্তির প্রতিক বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্বুদ্ধ করছে। তিনি শিক্ষার্থীদের যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং কেহ যেন জঙ্গি না হয় সে দিকে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
ঈশান ইন্সটিটিউশন এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনুর সভাপতিত্বে, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার (লোটন), ঈশান ইন্সটিটিউট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খানম প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ কে এম ইউসুব আলী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক অতিথি ও দর্শক সমাগম হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকলকে মুগ্ধ করে তোলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, মশাল প্রজ্জ্বলন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply