মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা : জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সর্ব মহলে প্রশংসায় ভাসছেন মো: জালাল উদ্দীন। শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, বিভিন্ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তার এ অর্জনে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থার সার্বিক বাস্তবায়ন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময়,প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা, শিক্ষা সপ্তাহ সফলভাবে পালন,প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সাথে পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
জানা গেছে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে নম্বরের ভিত্তিতে বাছাই শেষে তাকে সেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করা হয়। মঙ্গলবার জেলা সদর থেকে একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের দিকনির্দেশনা ও পরামর্শ কাংখিত অর্জন সম্ভব হয়েছে এবং এ অর্জন সকলের প্রাপ্য।
Leave a Reply