স্টাফ রিপোর্টার : স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফরিদপুরের প্রতিটি সরকারি ও বেসরকারি দপ্তরে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে চাই। তাইতো আমরা প্রতিটি সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে সব দফতরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সেবা দেওয়ার উদ্যোগ নিতে হবে। এসময় মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দপ্তরের অন্তত দুটি ডিজিটাল প্রজেক্ট তৈরি করে তাঁকে দেখানোর অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সহকারী কমিশনার (আইসিটি ও প্রবাসী কল্যাণ শাখা) এ এস এম শাহাদাত হোসেন, শিক্ষাবিদ মো. শাহজাহান মিয়া, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply