বিজয় পোদ্দার, ফরিদপুর : ফরিদপুর জেনারেল হাসপাতালের সাবেক সিনিয়র শিশু বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাঃ খন্দকার এ.এইচ সায়াদ ২৩ মার্চ পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন। আগামী ৮ এপ্রিল তিনি দেশে ফিরে ফরিদপুর আরগ্য সনদস্থ চেম্বারে আবার নিয়মিত রোগী দেখবেন বলে তার ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন। বিশিষ্ট চিকিৎসক পৈতৃক সূত্রে রাজশাহীর সন্তান হলেও শৈশব থেকে পিতার কর্মস্থল পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর হওয়ায় এ জেলাতেই বড় হয়েছেন। ২০০৩ সালে তিনি সমাজ সেবায় আজকের প্রজন্ম প্রবর্তিত পদ্মা পুরুস্কার লাভ করেন তার তিন সন্তান উন্নত শিক্ষায় ক্যানাডায় অবস্থান করছেন।
Leave a Reply