স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের আকুইন ভাটপাড়া গ্রামের ক্লাব বাজারে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটির টানার সাথে বিদ্যুতায়িত হয়ে যুবরাজ শেখ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিহত যুবরাজ ওই এলাকার মৃত জাহাঙ্গির শেখের ছেলে। তিন ভাই তিন বোন তারা। বছর দেড়েক আগে তার বাবা মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান। যুবরাজ আন্তঃজেলা লাইনে পিকআপ ট্রাক চালাতো। ড্রাইভিং লাইসেন্স করতে সে বাড়িতে আসে। ভাটপাড়া ক্লাব বাজারের পাশে তাদের বাড়ি।
স্থানীয় কৈজুরি ইউনিয়নের বাসিন্দা নাজিমুদ্দিন লেলিন জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পিছনে কাজ করতে যায় যুবরাজ। এসময় সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের খুঁটির টানার সাথে বিদ্যুতায়িত হন যুবরাজ। পরে তাকে তৎক্ষনাৎ উদ্ধার করে ফরিদপুরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বিষয়টি তদন্ত করতে। স্থানীয়রা জানান, মাস দুয়েক আগে পল্লী বিদ্যুতের পুরাতন খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি প্রতিস্থাপন করা হয় যুবরাজের বাড়ির পাশে। কিন্তু খুঁটির সাথে দেয়া এলুমিনিয়ামের তারের টানা মাটিতে গেড়ে রাখার বদলে পাশের একটি গাছের সাথে বেধে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, ওই টানা একদিকে খুঁটির একেবারে উপরে সঞ্চালন করা ১১ হাজার ওয়াটের হাই ভোল্টেজ তারের সাথে যুক্ত হয়ে রয়েছে। অপরদিকে গাছের সাথে বেধে রাখা দিকে সেটি মাটিতে পড়ে রয়েছে। পল্লী বিদ্যুৎ বিভাগের খামখেয়ালির কারণে এ দুর্ঘটনায় যুবরাজের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এব্যাপারে যোগাযোগ করা হলে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) এ কে এম আলাউদ্দিন এই প্রতিবেদককে জানান, যতটুকু জেনেছি, সকালে নিহত ওই ছেলেটি খাম্বার টানা খুলে কাজ করছিলো।
আর টানা খুলে দেয়ার কারণে সেটি সঞ্চালন লাইনের সাথে যুক্ত হয়ে যায়। আর এতে ছেলেটি বিদ্যুতায়িত হয়। আর এ দুর্ঘটনার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই জব্বারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply