লকডাউন প্রত্যাহারের প্রথম দিনেই ফরিদপুরের সড়ক মার্কেটে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
প্রতিটি সড়ক ছিলো যান বাহনের দখলে। আর মাক্যেটগুলোতে ছিলো ক্রেদাদের ভীড়। অধিকাংশ ক্ষেত্রেই মানা হয়নি সামাজিক দূরত্ব। যদিও বিক্রেতাদের দাবী তারা ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে ও মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করছেন।
যদিও মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কর্তৃপক্ষ বা প্রশাসনের ভুমিকা চোখে পড়েনি।
Leave a Reply