1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে নির্বাচনী ক্যাম্পে হেলমেট পরে হামলা! - আজকের ফরিদপুর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে নির্বাচনী ক্যাম্পে হেলমেট পরে হামলা!

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড়ে চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. আলম শেখের নির্বাচনী ক্যাম্পে হেলমেট পরিহিত আট যুবক হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও কমীদের ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রার্থী আলম শেখ জানান, ১০-১২ জন নেতাকর্মী ওই সময়ে নির্বাচনী ক্যাম্পে বসে সময় কাটাচ্ছিলেন, আকষ্মিকভাবে চারটি মোটরসাইকেলে আট যুবক এসে ক্যাম্পে হামলা চালায়। এসময় তারা ক্যাম্পের চেয়ারগুলো ছুড়ে ফেলে দেয়, ক্যাম্পে উপস্থিত বয়স্কদের হুমকী ধামকী এবং কমবয়সীদের চর থাপ্পড় দিয়ে বের করে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, হামলা কারীরা সবাই হেলমেট পরিহিত ছিলো, কয়েকজনের হাতে ক্রিকেটের স্টাম্প ছিলো বলে জানান তিনি। এঘটনায় অভিযোগ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, রাতে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।
তিনি বলেন, যেহেতু ঘটনাটি নির্বাচন সংশ্লিষ্ট তাই বিষয়টি নির্বাচন সংশ্লিষ্টদেরও জানানো হয়েছে। এছাড়া এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, বিষয়টি আমার জানা ছিলনাএব্যাপারে খোঁজখবর নিবো। এছাড়া এব্যাপারে ওই ব্যক্তি রিটার্নং অফিসার ও থানাতে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ ডিক্রিরচর ইউনিয়নসহ ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION