স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কুমার নদ ত্রিমোহনা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা বাউল পাগলা বাবলুর প্রতিষ্ঠিত ফরিদপুর লালন পরিষদ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ১৮ ই মার্চ সন্ধ্যায় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থরের শুভ উদ্বোধন করেন। এ সময় এক আলোচনা সভায় ফরিদপুর লালন পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি বাউল পাগলা বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র অমিতাভ বোস।
এ ছাড়াও লালন পরিষদ এর সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন লালন পরিষদ এর প্রধান উপদেষ্টা আক্কাস হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমেদসহ বিভিন্ন জেলা উপজেলার লালন ভক্তবৃন্দ। সভায় লালন গানের মহিমার কথা তুলে ধরে ফরিদপুর লালন পরিষদ এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত গন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply