স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে ২০৪ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক কারবারি সোহরাব মন্ডল ওরফে হিরোকে (২৬) আটক করেছে ফরিদপুর র্যাব-০৮। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ থানার ফেরিঘাট এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক হিরো ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার রুস্তম মন্ডলের ছেলে।
র্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে,এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মো. নাজমুল হকের নেতৃত্বে গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ২০৪ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক কারবারি সোহরাব মন্ডল ওরফে হিরোকে আটক করা হয়। এছাড়া এসময় ফেনসিডিল ছাড়াও তার সঙ্গে থাকা ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, ৩টি সিম এবং মাদক বিক্রিত ২৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-০৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে,এম শাইখ আকতার বলেন, আটক হওয়া সোহরাব মন্ডল ওরফে হিরো একজন কুখ্যাত পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে রাজবাড়ী ও ঢাকা এলাকায় বিক্রি করে আসছে । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে গোয়ালন্দ থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply