1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বোয়ালমারীতে চোর আটকের পর বসত ভিটে লিখে দিয়ে গ্রাম ছাড়ার নির্দেশ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে চোর আটকের পর বসত ভিটে লিখে দিয়ে গ্রাম ছাড়ার নির্দেশ

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৬ জন পঠিত
বোয়ালমারীতে চোর আটকের পর বসত ভিটে লিখে দিয়ে গ্রাম ছাড়ার নির্দেশ
বোয়ালমারীতে চোর আটকের পর বসত ভিটে লিখে দিয়ে গ্রাম ছাড়ার নির্দেশ

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী গ্রামের মুন্সিপাড়া ৪ চোর গ্রামবাসির হাতে আটক। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করেছেন। বর্তমানে চোরের দল ফাঁড়ির হাজতে রয়েছে। এদিকে পুলিশ চোরদের ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর পরমেশ্বদী মুন্সিপাড়া গ্রামের স্থানীয় মাতুব্বর সিরাজুল ইসলাম মুন্সি, হান্নান মোল্যা, আক্তার হাফেজ, মান্নান মোল্যা, ইছাক মোল্যা, রশিদ মোল্যা, রওশন মোল্যাসহ আক্তার হাফেজের বাড়িতে শালিস বৈঠক বসিয়ে চোরদের অভিভাবকদের হাজির করে শালিসে বক্কার শেখকে ৫ লক্ষ, মোকসেদ সিকদারকে ৩লক্ষ, ফজল মোল্যাকে ২ লক্ষ মোট ১০ লক্ষ টাকা জরিমানা করেন।

এ সময় বক্কার শেখ টাকা দিতে পারবে না জানালে তার ভিটে বাড়ি লিখে দিয়ে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন মাতুব্বররা। সরজমিন গিয়ে জানা যায়, পরমেশ্বদী গ্রামে দীর্ঘদিন ধরে, মাঠ থেকে স্যালোমেশিন, মটোর, টিউওবয়েল চুরি করে আসছে পরমেশ্বদী গ্রামের শিপন (১৮), মামুন সিকদার (১৩), ফরহাদ (১২), রিয়াদ (১১)। রবিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে পরমেশ্বদী ঈদগাহের টিউওবয়েল চুরি করে নিয়ে যাবার সময় তাদের হাতে নাতে ধরে গ্রামবাসি। পরে তাদের ওই গ্রামের কাঞ্চন দফাদারের বাড়িতে রাতে আটকিয়ে রেখে সোমবার সকালে আক্তার হাফেজের বাড়িতে নিয়ে শালিসে বসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে ফাড়িতে নিয়ে যায়। আক্তার হাফেজ শালিস বৈঠকের বিষয় বলেন, শালিস করেছিলাম। পরে শালিসের রায় বাদ দেওয়া হয়েছে। এসআই কবির হোসেন বলেন, চোর আটকিয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওরা যে চুরি করেছে তা আটককৃতরা স্বীকার করেছে। শালিসের বিষয়ে কবির হোসেন বলেন, চোরদের পুলিশ আটক করেছে। তাদের বিচার আইন করবে। স্থানীয় মাতুব্বররা শালিস করে বসত ভিটা লেখে দিতে বলেছে এটা বোধ হয় ঠিক করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION