মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় নির্মাণাধীন একটি ৭ তলা ভবনের লিফট স্থাপনের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে আব্বাস (৮) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) দুপুর ৩ টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আব্বাস ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আব্বাসের বাবা মিজানুর রহমান ২ বছর পূর্বে সৌদি আরবে প্রবাসে থাকাকালীন লিভারের সমস্যায় মারা যান।
মা ইতি আক্তার অত্যন্ত অসহায় অবস্থায় একমাত্র ছেলেকে নিয়ে ভাসুর ও শাশুড়ীর কুটকৌশলে স¦ামীর সম্পদ থেকে বঞ্চিত হয়ে এবং তাদের অত্যাচারে স্বামীর বাড়ি ছেড়ে পিতার বাড়ীতে আশ্রয় নেন। উপয়ান্তর না দেখে বোনের সাথে গৃহকর্মীর কাজ করে কোন রকমে মানবেতর জীবনযাপন করছেন। বোন তাছলিমা বেগম ভাঙ্গা টাউনের নাফিজ ইমতিয়াজ নামক এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করেন।তিনি ছোট বোন ইতি আক্তারের ছেলে আব্বাসকে সাথে নিয়ে আজ কাজে আসেন।
দুপুরের দিকে সবার অজান্তে আব্বাস পার্শ¦বর্তী আকরাম হোসেন নামক এক ব্যবসায়ীর নির্মাণাধীন ৭ তলা ভবনের লিফটের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে যায়। এ অবস্থায় তাকে উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না মিয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন। একমাত্র সম্বল ছেলেকে হারিয়ে মা ইতি আক্তার বাকরুদ্ব হয়ে পড়েছেন।
Leave a Reply