ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে এক হতদরিদ্রের জায়গা প্রভাবশালী দ্বারা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে প্রভাবশালীরা তার জায়গার মূল্যবান মেহগনি গাছ কেটে নিয়ে যায় এবং পুকুরের মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগে প্রকাশ। জানা গেছে,গতকাল ওই গ্রামের হতদরিদ্র রহিমা বেগম দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সূত্রে জমি ভোগদখল করে আসছিলেন। কিন্ত সম্প্রতি ওই জমির প্রতি স্থানীয় কতিপয় প্রভাবশালীর লোলুপ দৃষ্টি পড়ে। জমিটি জোরপূর্বক দখল করার জন্য এবং পুর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের এনায়েত তালুকদার,জাহিদ তালুকদার,আলহাজ¦ তালুকদার সহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে রহিমা বেগমের জমির গাছপালা কেটে নিয়ে যায় এবং জমিতে থাকা পুকুরের বিপুল পরিমান মাছ ধরে নিয়ে যায় বলে রহিমা বেগম অভিযোগে জানান।
অসহায় রহিমা বেগম বাধা দিতে গেলে সংঘবদ্ধ হয়ে তার পরিবারের উপর হামলা চালায় বলে জানান তিনি। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করলে গতকালই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। রহিমা বেগম জানান,উক্ত জমিটি আমি পিতার নিকট থেকে দালিলিক সূত্রে প্রাপ্ত হয়েছি। কিন্ত পাশ^বর্তী প্রভাবশালীরা আমাকে জমি থেকে উচ্ছেদ সহ নানাভাবে হুমকি দিচ্ছে এবং আরও বড় ধরনের ক্ষতি করারও চেষ্টা করছে । গতকাল এরই ধারাবাহিতকতায় সংঘবদ্ধভাবে তারা আমার জমির পাশে থাকা মূল্যবান মেহগনি গাছ কেটে নিয়ে পুকুরের মাছ ধরে নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে তারা আমার উপর হামলা চালায়। এ ঘটনায় আমি আহত হয়ে ফিরে আসি। পরে স্থানীয়রা এলে তারা সটকে পড়ে।
এ ব্যাপারে স্থানীয় আন্জুমান মাতুব্বর জানান, বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালিয়েছি। এরই মধ্যে গাছ কাটার বিষয় ঘটেছে। স্থানীয় জনৈক হাফিজুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি শুনেছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এদিকে ঘটনাস্থলে তদন্তে আসা ভাঙ্গা থানার এসআই পরিতোষ জানান, পূর্ব থেক্ইে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার মাঝেই গাফপালা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply