শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে জমে উঠেছে ঈদের বাজার । পবিত্র ঈদুল ফিতরের ঈদ আর মাত্র বাকী কয়েকটি দিন। সরেজমিনে মধুখালী পৌর সদরে অবস্থিত মধুবন শপিং মল,কবির মার্কেটসহ কয়েকটি সপিং মার্টেক ঘুরে দেখা গেছে ক্রেতাদের বেশ ভির। ব্যস্ত সময় পার করছেন দোকানীরা আবার ভিন্ন চিত্রও লক্ষ্য করা গেছে অলস সময় পারকরছেন বেশকিছু, দোকানদার অপেক্ষায় ক্রেতার। কয়েকজন ক্রেতার সাথে কথা বল্লে তারা জানান পৌর সদরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য সুবাইয়া সালাম বলেন তুলনা মুলক ভাবে কাপড়ের দাম অনেক বেশী।
তার পরও নিতে হচ্ছে কারন পরিবারের জন্য ক্রয় করতে আসছি খালী হাতেতো আর ফিড়ে যেতে পারি না দাম যাই হোক নিতে হবেই। কিছু ক্ষুদে ক্রেতাদের অনুভুতি জানতে চাইলে তারা জানান আমরা বাবা-মার সাথে মাার্কেট করতে আসছি । পছন্দের জামাকাপড় নিতে পেরে আমরা খুউব খুশী। অপর দিকে বাটা শো রুমের বিক্রেতা মোঃ ফরিদ মিয়া জানান পোশাকের সাথে মিল করে সাধারনতঃ ক্রেতাগণ জুতা স্যান্ডেল ক্রয় করেন । সে কারনে এখনও বিক্রয় জমে উঠে নাই। তবে ক্রেতার চাহিদা মত জুতা স্যান্ডেল মজুত আছে।
জ্যোতি ফ্যাশনের বিক্রেতা বিজুন কুমার সাহা বলেন এ ঈদে অর্ধ কোটি টাকা বিক্রয় হবে বলে আশা করছি, দাম যাই হোক বেচাকেনা খুব ভাল। রাকিব ফ্যাশানের স্বাত্তাধিকারী রাকিব হোসেন বলেন দাম একটু বেশী হলেও বিক্রয় ভাল । যে ভাবে কেনা সে অনুযায়ী বিক্রয় করছি । আশা করছি এ বছর ঈদে লাভের মুখ দেখবো । আলীফ কসমিটিক এর স্বাত্তাধিকারী মোঃ তৌফিক বিশ্বাস বলেন সাধারনত ক্রেতাগণ ঈদের সর্বশেষ কেনাকাটা আমাদের এখানেই শেষ করেন পছেন্দের কসমিটিক ক্রয় করে। সে তুলনাই আমাদের বেচাকেনা ভাল। শেষ মুহুর্তের বেচাকেনা আরো ভাল হবে বলে আশা করছি।
Leave a Reply