শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া খাতুন (১৯) নামে ৭ মাসের অন্ত:সত্ত¡া গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নহাটা গ্রামের কাজী সোহান এর স্ত্রী। রোববার (৫ মার্চ) দুপুরের দিকে নানাবাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে।
জানা যায়, শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সবুর খাঁনের মেয়ে সুমাইয়াকে প্রায় ১ বছর আগে বিয়ে করে একই উপজেলার পাশ্ববর্র্তি নহাটা গ্রামের ছেলে কাজী সোহান। সোহান ঢাকাতে চাকরি করেন সেখানেই থাকেন। নানাবাড়ী সূত্রে জানা যায় বিয়ের পর গত শুক্রবার (৪ ফেব্রæয়ারী) নানাবাড়ী বিয়ের দাওয়াত খেতে এসে রবিবার দুপুরে ঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে সে। সুমাইয়ার খালা নাসরিন নাহার জানান তিনি দুপুরে সুমাইয়ার শয়ন কক্ষে যেয়ে দেখেন সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে।
সুমাইয়ার নানা সাইদ শেখ বলেন কেন সে আত্মহত্যা করেছে আমরা বলতে পারবনা। মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব জানা যাবে।
Leave a Reply