স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবলীগ নেতা জাবির শফি দিনার, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই যুবলীগ নেতাকে ফাঁসাতে প্রতিপক্ষ একের পর এক নতুন নতুন কৌশল আঁটছেন বলে অভিযোগ যুবলীগ নেতা জাবির শফি দিনার ও তার স্বজনদের। বুধবার সন্ধায় ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাবির শফি দিনার ও তার স্বজনেরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
জাবির সফি দিনার জানান, মাচ্চর কোমরপুর মৌজায় তাদের দীর্ঘ দিনের ভোগ দখলকৃত নিজস্ব জমিতে সাইনবোর্ড লাগানো ছিলো, কয়েকদিন আগে প্রতিপক্ষ খোন্দকার আসাদুজ্জামান রেজা’র ছেলে আরিফ ও তার ভাতিজা রাব্বি সাইনবোর্ড তুলে ফেলে দেয়। গত ১৯ মে বিকালে সাইনবোর্ড ফেলে দেয়ার বিষয়ে জানতে চাইলে খন্দকার আশরাফুজ্জামান রেজা ও তার ছেলে আরিফ ও ভাতিজা রাব্বি সংঘবদ্ধ হয়ে দিনারের উপর অতর্কিতে হামলা চালায়। লাঠি ও ছুরির আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে তিনি (দিনার) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে কোতয়ালী থানায় জাবির শফি দিনার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, যার নম্বর-৮১/২৩ তাং-২০/০৫/২৩।
দিনারের অভিযোগ, হামলাকারীরা তাকে (জাবির শফি দিনার) আহত করার পর উল্টো ফাসিয়ে দিতে প্রতি মুহুর্তে নানা অপকৌশল আঁটছেন। তিনি জানান, তকে (দিনার) চাকু দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনার প্রধান আসামী রাব্বী নাটকীয় কায়দায় ২০/০৫/২০২৩ ইং তারিখ বিকাল ৫ টা ২০ ঘটিকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এবং ভর্তি হওয়ার এক ঘন্টা পরে ডাক্তার এবং নার্সের চোখ ফাঁকি দিয়ে পালিয়েও যান। দিনার দাবী করেন, প্রতিপক্ষ তাকে (দিনার) ফাঁসাতেই এমন নাটক করছেন। এছাড়া হাসপাতালের প্রতিপক্ষের লোকজন তার ওপর নজর রাখছেন যারা যেকোনো সময় ফের হামলা চালাতে পারেন বলেও শংকা প্রকাশ করেন তিনি।
এদিকে রাব্বির হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে ভর্তি রেজিস্ট্রারের বরাত দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুহাঃ এনামুল হক জানান, রাব্বী (৩০), পিতা- আক্তারুজ্জামান, গ্রাম- কোমরপুর, উপজেলা- সদর, জেলা- ফরিদপুর ঠিকানা উল্লেখ্য করে একজন রোগী ভর্তি হয়েছিলেন। কিন্তু ভর্তির এক ঘন্টা পর থেকে ভর্তির ফাইলসহ ও রোগীকে আর পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
অপরদিকে হাসপাতাল থেকে নিঁখোজ হওয়া রাব্বির বাড়িতে গণমাধ্যামকর্মীরা গেলে রাব্বি বাড়ির লোকজন জানান, সে (রাব্বি) ব্যাক্তিগত কাজে বাহিরে রয়েছে। সুস্থ আছে কিনা জানতে চাইলে তার পরিবার জানান, রাব্বি সুস্থই আছেন।
আর মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতয়ালী থানার উপপরিদর্শক সনাতন কুমার মন্ডল জানান, এই মামলার আসামীরা পলাতক থাকায় তাদের আটক করা যায়নি, তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। #
Leave a Reply