বিজয় পোদ্দার, ফরিদপুর: কে বা কার আমি তার সে আমার……… শীর্ষক ¯েøাগানে দুই দিন ব্যাপি আধ্যাত্মিক সাধক মোঃ শামচু ফকিরের পবিত্র বাৎসরিক সিন্নি ২২ মার্চ সম্পন্ন হয়েছে। ২১শে মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে মুর্শিদী গানের আসরে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী বাউল পাগলা বাবলু খান। তার গানে মাঝ রাত পর্যন্ত শত শত ভক্ত অন্য রকম এক সাংস্কৃতিক নিবেদনে আনন্দ উপভোগ করেন। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র সিন্নি, মুর্শিদী গানের আসর, মৎস্যমূখী ও সিন্নি বিতরণসহ দেশ মাতৃকার কল্যাণে মোনাজাত।
Leave a Reply