মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
বুধবার ভোর আনুমানিক তিনটায় মধুখালী উপজেলার পৌরসভা নিবাসী মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত সহকারি মেডিকেল অফিসার ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুলতান আহমেদ (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ বহুগুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ যোহর অনুষ্ঠিত হয়্। জানাযা শেষে পুরাতন মধুখালী কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাযা অনুষ্ঠানে সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মরহুমের জানাযা ও দোয়া করেন যথাক্রমে ডোবড়া পীর সাহেব শাহ্ মো. খালেদ বীন নাছের এবং দাড়িয়াপুর পীর সাহেব মুস্তাইন বিল্লাহ তালহা। উপস্থিত ছিলেন মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম রেদওয়ান সিদ্দিকী।
Leave a Reply