মাহবুব পিয়াল, ফরিদপুর : শায়খুল মাশায়েক মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুউদ্দীন হাসান চিশ্তি সাঞ্জারী আল আজমেরী (র:আ:)এর স্মরনে ফরিদপুর শহরের ষ্টেশন রোডস্থ্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতী আধ্যাত্মিক সাংস্কৃতিক সংস্থা ও খানকা শরীফের উদ্যোগে ২৯ তম বার্ষিক ওরশ বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী) রাতে খানকা শরীফের নিজস্ব কার্যলয়ে অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে বাদ মাগরিব হযরত খাজা মঈনুউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহঃ) এর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতী আধ্যাত্মিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি নুরুল হক জিল্লু । এসময় সংস্থার প্রধান উপদেষ্টা হাজী ইস্রাফিল মিয়া,সাধারন সম্পাদক শেখ আকমাল চিশতি,সহ-সভাপতি মোতালেব মাস্টার সহ-সাধারণ সম্পাদকঃ মিঠু মিয়া, সহ-সাধারণ সম্পাদকঃ রাজন শেখ, অর্থ সম্পাদকঃ আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদকঃ কাঞ্চন ফকির,বাউল কবি মুক্তার দেওয়ানসহ কমিটির অন্যান্যসদস্যগন উপস্থিত ছিলেন।পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সভাপতি নুরুল হক জিল্লু।এর পর তবারক বিতরন করা হয়। বাদ এশা প্রার্থণামূলক বন্দনা গান পরিবেশন করেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের বাউল ।
এর পর পদ্মাসেতু নিয়ে তার নিজের রচিত গান ও খাজার শান পরিবেশন করেন আবুল খায়ের বাউল। পরে সিংগার সাজু কাওয়াল, লাইলি আক্তার,শেফালী দেওয়ান,আব্দুস সালাম,নাছিমা আক্তার,রব্বানী ভান্ডারী,শিরিন দেওয়ান,হালিম হাওলাদার,নুরুল ইসলাম,ইউনুস মিয়া,রতন বাউলসহ অন্যান্য শিল্পিরা খাজার শান পরিবেশন করেন। হারমুনিয়াম মাস্টার ছিলেন হালিম দেওয়ান,বাঁশিতে ছিলেন লিয়াকত মাস্টার,ঢুলি সাফিন,ঢোল,মন্দিরা এবং অন্যান্য বাদকেরা যন্ত্র বাজিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। সাংস্কৃতিক অনুষ্টানটি পরিচালনায় করেন আবুল খায়ের বাউল।
Leave a Reply