1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত বিশেষ ট্রেন উদ্বোধন
সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত বিশেষ ট্রেন উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪৫ জন পঠিত
পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত বিশেষ ট্রেন উদ্বোধন
পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত বিশেষ ট্রেন উদ্বোধন

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর উদ্দেশে একটি বিশেষ ট্রেন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার বেলা ১টা ২১ মিনিটে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের উদ্যেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে তাকে নিয়ে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর উদ্দেশে পরীক্ষামূলকভাবে সাত বগির ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির পদ্মা সেতু পার হয়ে মাওয়া রেলস্টেশন পর্যন্ত যাবে বলে সংশিষ্টরা জানান। যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী ধীরে ধীরে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন।

তারই অংশ হিসেবে আজ পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে ট্রেনটি চলছে। আগামী সেপ্টেম্বরে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত পুরোপুরি ট্রেন চলাচল করবে। ওই অনুষ্ঠান উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেললাইন চালু হবে। ২০২৪ সালের জুন নাগাদ এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতুর রেললিংক প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, প্রকল্পের কাজ শুরু করতে আমাদের তিন মাস দেরি হয়েছে। এরপরও সময়মতো কাজ শেষ করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের প্রতিটি সদস্য রাত-দিন পরিশ্রম করে এটি সমাপ্ত করেছে। কালের স্বাক্ষী হতে আমরা গর্বিত। ইতিমধ্যে আমাদের এই অংশের কাজের ৯২ ভাগ শেষ হয়েছে। বাকি কাজ প্রকল্পের মেয়াদের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছি।

এ উপলক্ষে ভাঙ্গা রেল ষ্টেশনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিস¤পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও সাগুফতা ইয়াসমিন, আবদুস সোবহান, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার,পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,নির্বাহী অফিসার আজিম উদ্দিন, সহকারী কমিশনার(ভ’মি) মাহামুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার(ভ’মি) হেলাল উদ্দিন ভ’ইয়া, ওসি জিয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION