স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামসহ আশেপাশের গ্রামের পাঁচ শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের সালথা উপজেলা সভাপতি মো. হেমায়েত কাজী।
সকালে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ীতে কম্বল তুলে দেয়ার সময় আওয়ামীলীগের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী তিন নং ওয়ার্ডের সভাপতি মো. ইদ্রিস মাতুব্বর, সাধারণ সম্পাদক মো. হান্নু মিয়া, মো. হিরু কাজী, আকবর কাজী, আলী মাতুব্বর, হালিম কাজী, দুলাল কাজী উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
Leave a Reply